যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ঘটনাস্থলেই অন্তত চারজন নিহত হয়েছে। সাবেক এক মার্কিন সেনা এই বন্দুক হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর আল জাজিরার।
শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডা শহরের দ্য আউল বার নামে একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটে।
মন্টানা ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মতে, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডা শহরের দ্য আউল বার নামে একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার পর থেকে এক সন্দেহভাজন ব্যক্তির গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। সন্দেহভাজনের নাম মাইকেল পল ব্রাউন বলে শনাক্ত করা হয়েছে। ৪৫ বছর বয়সি ব্রাউন ওই বারের পাশেই একটি বাড়িতে থাকতেন। সরকারি নথি ও বারের মালিক ডেভিড গের্ডারের দেয়া তথ্য থেকে এমনটাই জানা গেছে।
গের্ডার বলেন, ব্রাউন তার বারের সবাইকেই চিনতেন। তাদের কারও সাথে তার দ্বন্দ্ব ছিল না। ব্রাউনের বাড়ি আনাকোন্ডা শহরে। শহরটিতে মাত্র ৯ হাজার লোকের বাস। পুলিশের বিশেষ একটি দল এরই মধ্যে ব্রাউনের বাড়িতে অভিযান চালিয়েছে।
মন্টানা সিনেটর স্টিভ ডেইনস জানিয়েছেন, তাকে ধরতে ‘ব্যাপক অভিযান’ চলছে। এ কাজে ড্রোন নামানো হয়েছে বলেও জানান তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাউনকে সবশেষ দেখা গেছে আনাকোন্ডা শহরের পশ্চিমে স্টাম্প টাউন এলাকায়। তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ বলে মনে করা হচ্ছে।
আনাকোন্ডা আইন প্রয়োগকারী কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে, তাকে দেখা গেলে কাছে যাওয়ার দরকার নেই। ৯১১ নম্বরে ফোন দিলেই হবে। আনাকোন্ডার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই বন্দুক হামলার ঘটনা ঘটে। মন্টানার বারের ঘটনাটি নিয়ে দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত ২৫৬টি বন্দুক হামলা হয়েছে বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ।



GIPHY App Key not set. Please check settings