গত ১০০ বছরে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটিতে একটিও শিশুর জন্ম হয়নি। ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি ‘ল্যাটেরান চুক্তি’র মাধ্যমে ইতালি থেকে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করা এই দেশটিতে এখন পর্যন্ত কোনো হাসপাতালও নেই।
ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র ৮০০-৯০০ জন। এদের অধিকাংশই বর্ষীয়ান ক্যাথলিক ধর্মযাজক। দেশে হাসপাতাল না থাকার কারণে গর্ভবতী নারীদের চিকিৎসার জন্য রোমে যেতে হয়।
ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ১১৮ একর। প্রতিবেশী রোমে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকায় ভ্যাটিকান কর্তৃপক্ষ নিজের দেশে হাসপাতাল তৈরি করার প্রয়োজন মনে করেনি।
এছাড়া, ভ্যাটিকান সিটিতে বিশ্বের সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন ‘সিটা ভ্যাটিকানো’ অবস্থিত। এটি শুধু পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
অপরাধের দিক থেকেও ভ্যাটিকান সিটি একটি ব্যতিক্রমী দেশ। ছোট হলেও এখানে অপরাধের হার বেশ উল্লেখযোগ্য। মূলত পর্যটকদের কারণেই দোকান লুট, ব্যাগ ছিনতাই এবং পকেটমারির মতো অপরাধ ঘটে।
আরেকটি ছোট অঞ্চল পিটকেয়ার্ন, যা ব্রিটেনের নিয়ন্ত্রণে রয়েছে। জনসংখ্যা ৫০ জনেরও কম হওয়ায় সেখানেও বেশ কয়েক বছর ধরে কোনো শিশুর জন্ম হয়নি। তবে পিটকেয়ার্ন কোনো স্বাধীন দেশ নয়।
GIPHY App Key not set. Please check settings