জাতীয় নির্বাচনকে ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৈঠকে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে তৈরি ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা জরুরি। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।
এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি।
GIPHY App Key not set. Please check settings