রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আজকের (২২ জুলাই) পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ নির্ধারিত তারিখ, সময় ও কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, সব শিক্ষা বোর্ডের আজকের সব এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। গভীর রাতে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরপর মঙ্গলবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে।
এই দুর্ঘটনার কারণে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় ২২ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত হওয়া পরীক্ষা পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।



GIPHY App Key not set. Please check settings