in ,

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪০৯

ঢাকা: সারা দেশে ডেঙ্গু আক্রান্ত থামছে না। রোগীর সংখ্যা বাড়ছেই প্রতিদিনই। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন ডেঙ্গু রোগী।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন, খুলনায় ২৮ জন,  ময়মনসিংহ বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন,   রংপুর ১৬ জন এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১৮ হাজার ২২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ২৭শে জুলাই পর্যন্ত সবমিলিয়ে ১৯ হাজার ৫২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৬ শতাংশ এবং নারী ৪১ দশমিক ৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জন।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৮