বান্দরবান: বান্দরবানে বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)
সোমবার (১৪জুলাই) সকালে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে সেখানে তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনসহ তিনজন ম্রো নারী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলেও বাকি দুইজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে।
এ বিষয়ে বান্দরবান চিম্বুক সড়কের ১২মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী নিহত হয়েছে।



GIPHY App Key not set. Please check settings