চুয়াডাঙ্গা : অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি করে এ জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মেসার্স হৃদয় মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলবার হোসেনকে ৫ হাজার টাকা ও মেসার্স সোহাগ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক আব্দুস সুবহানকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারের মালিক নওশাদ বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকিতে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের টিম।



GIPHY App Key not set. Please check settings