ঢাকা: হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) ‘র্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম উদ্বোধন করা হবে আগামীকাল রোববার।
এদিন বিকাল ৩টার দিকে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টার সংলগ্ন স্থানে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে জানিয়েছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত ‘র্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে এই কার্যক্রম শুরু হচ্ছে। ফলে কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন এই রুটে চলা যাত্রীরা।



GIPHY App Key not set. Please check settings