দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব শনাক্তের খবর পাওয়া যায়। শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯৯ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত, দেশে ২০ লাখ ৫২ হাজার ২৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৬ জনে ঠেকেছে।



GIPHY App Key not set. Please check settings