চুয়াডাঙ্গা : গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করেছে জীবননগর পৌরসভা। বুধবার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ভেকু দিয়ে ময়লা অপসারণের কাজ শুরু করে।
জানা গেছে, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নির্দেশে পৌরসভা এই উদ্যোগ নেয়। ময়লার স্তূপ নিয়ে ১লা জুলাই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা পৌর প্রশাসনের নজরে আসে। এরপর তাৎক্ষণিক সিদ্ধান্তে বুধবার বেলা ১১ টা থেকে ভেকু দিয়ে সড়কের ওপর থেকে ময়লা সরিয়ে রাস্তার পাশেই রাখা হয়। দুর্গন্ধ কমাতে ময়লার ওপর ছিটানো হয় ব্লিচিং পাউডারও।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, রাস্তার ওপর থেকে আবর্জনাগুলো সরিয়ে ফেলায় আমরা পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞ। আশা করি পরিচ্ছন্নতার এই ধারা অব্যাহত থাকবে।

পথচারী সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ এ রাস্তায় ময়লার স্তূপ থাকার কারণে চলাচলে অনেক অসুবিধা হচ্ছিল। এখন সাময়িকভাবে ময়লা সরিয়ে পাশে রাখা হলেও এর স্থায়ী সমাধান না হলে দুর্ভোগ থেকেই যাবে।
পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তা ডালিম হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করছি। দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, দত্তনগর সড়কে ময়লার দুর্গন্ধ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। এরপরই দ্রæত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়দের জানিয়ে দেওয়া হয়েছে যাতে এ স্থানে আর কেউ ময়লা না ফেলে।
উল্লেখ্য, জীবননগর পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন না থাকায় দীর্ঘদিন ধরে দত্তনগর সড়কের পাশেই ফেলা হচ্ছিল শহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা। ফলে এলাকাটি এক প্রকার স্থায়ী ভাগাড়ে পরিণত হয়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন শিক্ষার্থী, পথচারীসহ আশপাশের বাসিন্দারা। অস্বাস্থ্যকর পরিবেশে এলাকাটি হয়ে ওঠে জনদুর্ভোগের কেন্দ্রস্থল। এরপরই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে পৌর প্রশাসন দ্রæত উদ্যোগ নেয়। তবে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত দুর্ভোগ শেষ হচ্ছে না বলেই মনে করছেন এলাকাবাসী।
GIPHY App Key not set. Please check settings