চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’সহোদয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত ইসাহাক মন্ডলের ছেলে আক্তারুজ্জামান (৫৫) ও আলম হোসেন (৪০)।

নিহত আখতারুজ্জামানের ছেলে সিরাজুল ইসলাম জানান, বিকেলে গরুর জন্য বিদ্যুৎচালিত যন্ত্র দিয়ে ছোট চাচা আলম হোসেন ঘাস কাটছিলেন। এক পর্যায়ে ঘাসকাটার যন্ত্রটি বিদ্যুতায়িত হয়ে পড়লে চাচা আলম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন এ সময় তাকে উদ্ধারের জন্য বাবা (আখতারুজ্জামান) বাড়িতে থাকা হাসুয়া দিয়ে বৈদ্যুতিক তার কাটতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে হন। এরপর চাচা ঘটনাস্থলেই এবং বাবা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
GIPHY App Key not set. Please check settings