চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস (৪৬) আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের জামশেদুর রহমানের ছেলে। সে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার এসআই রাজীব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে কানাপুকুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত অন্যতম আসামি বড় বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড়বাজার এলাকা থেকে লোটাস জোয়ার্দ্দারকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
GIPHY App Key not set. Please check settings