in ,

চুয়াডাঙ্গায় তরমুজ সাদা হওয়ায় বিক্রেতাসহ দু’জনকে কুপিয়ে জখম

দু’জনকে কুপিয়ে জখম
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়ায় বিক্রেতাসহ দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার ফেরিঘাট রোডের লোহাপট্টি সামনে এ ঘটনা ঘটে। আহত দু’জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌরসভাধীন বেলগাছি গ্রামের মৃত দুলাল মন্ডলের ছেলে ইলেক্ট্রিক মিস্ত্রি রুবেল হোসেন (৩৫) ও শহরের শান্তিপাড়ার সদর আলীর ছেলে তরমুজ বিক্রেতা আমিরুল ইসলাম (৩৭)।

আহত আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে তরমুজ বিক্রি করাকে কেন্দ্র করে ক্রেতার সঙ্গে বাগবিতন্ডা হয়। রাতে মোটরসাইকেলযোগে আমি ও রুবেল ফেরিঘাট রোড হয়ে বড়বাজারে যাওয়ার পথে সেই ক্রেতাসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

আহত রুবেল হোসেন জানান, আমি মোটরসাইকেলের পেছনে বসেছিলাম। ওরা পেছন থেকে হামলা চালায়। আমি মোটরসাইকেল থেকে পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনার কিছুই আমি জানি না। আমি আমিরুলের সাথে থাকায় আমাকেও কুপিয়ে জখম করেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দু’জনের শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে রুবেলকে ভর্তি করা হয়েছে এবং আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষাবৃত্তির চেক বিতরণ

চুয়াডাঙ্গায় শিক্ষাবৃত্তির চেক বিতরণ

চারুকলায় শোভাযাত্রার জন্য তৈরি ভাস্কর্যে আগুন

চারুকলায় শোভাযাত্রার জন্য তৈরি ভাস্কর্যে আগুন