in ,

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে চালক নিহত
ছবি : নবযুগ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে বিপুল (১৯) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর বাসটার্মিনালের অদূরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিপুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের আইতাল হোসেনের ছেলে।

আহতরা হলেন- নিহত বিপুলের বড় ভাই বিপ্লব হোসেন (২১), একই গ্রামের ওয়াসিম (২১), ইজিবাইকচালক অহিম উদ্দিন (৪২), জাফরপুর গ্রামের সিহাব (১৯) ও গাড়াবাড়িয়া গ্রামের নজরুলের স্ত্রী রাবিয়া খাতুন (৪৮)।

আহতদের মধ্যে বিপ্লব ও ওয়াসিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ইজিবাইকচালকসহ দু’জন যাত্রী সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে বিপুল, তার ভাই বিপ্লব ও একই এলাকার ওয়াসিম এক মোটরসাইকেলযোগে ঈদের কেনাকাটা করতে চুয়াডাঙ্গায় যাচ্ছিলো। তারা মুন্না মোড়ে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক বিপুল ঘটনাস্থলেই নিহত। আহত হয় মোটরসাইকেলের থাকা দু’জনসহ ইজিবাইকচালক ও দু’জন যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন জানান, মৃত অবস্থায় বিপুলকে জরুরি বিভাগে নিয়ে আসেন কয়েকজন লোক। এরমধ্যে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

বাংলাদেশ ও ড. ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা

বাংলাদেশ ও ড. ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা

ফিলিস্তিন ইস্যু আরব বা মুসলিমদের নয়

ফিলিস্তিন ইস্যু আরব বা মুসলিমদের নয়, মানবতার ইস্যু: প্রধান উপদেষ্টা