চুয়াডাঙ্গার দর্শনায় আবারো বোমা পাওয়া গেছে। এর আগে চলতি বছরের ফেব্রæয়ারি মাসে দর্শনা পৌর এলাকা থেকে ১৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাগুলো রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-৫ ইউনিট ও যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোমা ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছিল।
শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পিছনে ইট খোলা নামক স্থানে এলাকার লোকজন একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দর্শনা থানা পুলিশ এলাকাটি ঘিরে রাখে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর বলেন, একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। বস্তুটি উদ্ধার করে পানির ভিতরে রাখা হবে। পরীক্ষা নীরিক্ষার পর জানা যাবে এটি বোমা নাকি ককটেল।
তিনি আরো বলেন, এর আগে ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে উদ্ধারকৃত ৬টি বোমার মধ্যে দুইটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল। বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। আগের ৪টি ও আজ উদ্ধারকৃত ১ টি মোট ৫ টি বোমা নিষ্ক্রিয় করা হবে।
উল্লেখ্য গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রæয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথক পৃথক ভাবে ৬ টি বোমা উদ্ধার করা হয়। একদিনের ব্যবধানে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ৭ টি বোমা উদ্ধার করা হয় যার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে গোটা এলাকা প্রকম্পিত হয়ে যায়। পরে রাজশাহী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-৫ ইউনিট ও যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বোমা ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করেছিল। সে বিষয়েও কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছিল।
GIPHY App Key not set. Please check settings