রাজশাহীতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে রেলস্টেশনের ওয়াশপিটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা ওয়াশফিট স্টেশনে ফিরছিল। আর ধূমকেতু ওয়াশফিট যাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে জানা যাবে আসলে কি ঘটনা ঘটেছিল।
GIPHY App Key not set. Please check settings