in

পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস

পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি দেওয়া হয়। সেখানে তিনি বক্তব্যও দেন।

অধ্যাপক ইউনূসের চীন সফরের অংশ হিসেবে শুক্রবার সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অধ্যাপক ইউনূস শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সক্রিয় ভূমিকা কামনা করেন। জবাবে, সি চিন পিং বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সে দেশের উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরের বিষয়ে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দেন।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচটি ঘোষণা দেওয়া হয়েছে।

চীন সফর শেষে অধ্যাপক ইউনূসের আজ দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

মিয়ানমারে মৃত্যু ছাড়াতে পারে ১০ হাজার

মিয়ানমারে মৃত্যু ছাড়াতে পারে ১০ হাজার — ইউএসজিএস

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪

ভূমিকম্প — মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়াল হাজার