চুয়াডাঙ্গায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ইনোভেশন, আইসিটি ও যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সকলে এ বিষয়ে মতামত দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, সম্প্রতি পাশ্ববর্তী উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। কয়েকদিন আগে জীবননগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সবার মতামতের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের রেজুলেশন সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। এ বিষয়ে পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সবার সহযোগিতা পেলে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ কার্যকর করা সম্ভব হবে।
সভায় আরও আলোচনা হয়, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, মৌসুমভিত্তিক সার সংকট নিরসন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ নানা বিষয়ে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, জীবননগর প্রেসক্লাব আহ্বায়ক মো. রিপন হোসেনসহ অনেকে।



GIPHY App Key not set. Please check settings