in ,

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় (জাপান সময়) এ ভূমিকম্পের পরই জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। সতর্কতা জারির আধাঘণ্টার মধ্যেই এই ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের ফলে একটি সুনামি তৈরি হয়েছে যা হাওয়াইয়ের সব দ্বীপপুঞ্জের উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি করতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘জানমাল রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’ স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রথম ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপান ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থাগুলো প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮.০ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮.৭ মাত্রা নির্ধারণ করে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটির মাত্রা ৮ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরে এবং জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৬০ মাইল) দূরে। এনএইচকে টেলিভিশন জানিয়েছে, হোক্কাইডোতে ভূমিকম্পটি সামান্য অনুভূত হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কামচাটকা অঞ্চলের প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন, অনেকে তাড়াহুড়ো করে জুতা বা অতিরিক্ত পোশাক না পরেই ঘর ছাড়েন। ঘরের আসবাবপত্র উল্টে পড়ে, আয়না ভেঙে যায়, রাস্তায় থাকা গাড়ি দুলতে থাকে এবং ভবনের বারান্দা কাঁপতে দেখা যায়। শহরটিতে বিদ্যুৎ বিভ্রাট এবং মোবাইল ফোন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলেও জানিয়েছে তাস। এ ছাড়া এলাকাটির একটি কিন্ডারগার্টেনের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

আলাস্কার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশের জন্য সুনামি সতর্কতা এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল—ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াইয়ের কিছু অংশের জন্য নজরদারির নির্দেশনা জারি করেছে। এই সতর্কতা আলাস্কার বিস্তৃত উপকূলীয় অঞ্চল ও প্যানহ্যান্ডলের কিছু এলাকাও অন্তর্ভুক্ত করেছে।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

জুলাই সনদের খসড়া প্রত্যাখ্যান এনসিপির, তীব্র বিরোধিতা

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে