in ,

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৮ বছর।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণীকে হাসপাতালে নিয়ে আসা যুবক সুমন বলেন, মোটরসাইকেলটিকে বাস ধাক্কা দিলে ওই তরুণী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার পর মোটরসাইকেলের চালক তার বাইক নিয়ে পালিয়ে যান। আমি আহত তরুণীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর চিকিৎসকরা বলছেন তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩