চুয়াডাঙ্গা: ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধনের জন্য ফগার মেশিন স্প্রে করা হচ্ছে ঔষধ।
রবিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা বড়বাজার এলাকায় মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক শারমিন আক্তার।
তিনি জানান, চুয়াডাঙ্গা পৌরসভার অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করা হলো। এজন্য ৬৫ লিটার ঔষধ ক্রয় করা হয়েছে। বছরব্যাপী মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুস সবুর খান প্রমুখ।



GIPHY App Key not set. Please check settings