in

চুয়াডাঙ্গায় দ্রুত রেলগেটের ওভারপাস নির্মাণসহ ৩ দফা দাবি নিয়ে মানববন্ধন

চুয়াডাঙ্গায় রেলগেটের ওভারপাস দ্রুত নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও ঝূঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০ টায় রেলবাজার কামিল মাদরাসার গেটের সামনে এ মানববন্ধন কর্মসূাচ পালন করা হয়।

মানববন্ধনে চুয়াডাঙ্গা কামিল মাদসার অধ্যক্ষ মীর জান্নাত আলী, মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান পল্টু, রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম এবং শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নির্মাণ সামগ্রী ছাত্রদের শরীরের ওপর পড়ে কোন ক্ষতি করতে না পারে সেজন্য সতর্কতার সাথে কাজ করতে হবে। একই সাথে রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করতে হবে এবং শিক্ষার্থীদের চলাচলের জন্য কামিল মাদরাসারার রাস্তা প্রশস্ত করতে হবে।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গলের প্রার্থনায় শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় নিষিদ্ধের হচ্ছে স্কুল-কলেজ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার