in

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গলের প্রার্থনায় শোভাযাত্রা

গীতাযজ্ঞ, নামসংকীর্তন, কৃষ্ণ পূজাসহ নানা আয়োজনে কল্যাণ ও মঙ্গল কামনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চুয়াডাঙ্গা পুজা মন্ডপ কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি শহরের শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির থেকে শুরু হয়ে আবারো সেখানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় ৫ হাজার ২শ বছর আগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন অনুসারীরা। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দুষ্টের দমন এবং শিষ্টের পালনেই শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আবির্ভূত হন বলে ভক্তদের বিশ্বাস।

অপরদিকে রাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় পুজারও আয়োজন করা হয়েছে।

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ, ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

চুয়াডাঙ্গায় দ্রুত রেলগেটের ওভারপাস নির্মাণসহ ৩ দফা দাবি নিয়ে মানববন্ধন