জেলার সদর উপজেলার আকুন্দবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে কামরুল হাসান নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত তদারকিতে এ জরিমানা করা হয়।
তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আকুন্দবাড়িয়া বাজারে মুদি ও সার-বীজ দোকানে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রির অপরাধে মেসার্স কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সময় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানের সময় ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।



GIPHY App Key not set. Please check settings